২৬ জুন ২০২৪, বুধবার



ধোনির বিরুদ্ধে মানহানির মামলা

ঢাকা বিজনেস ডেস্ক || ১৭ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম
ধোনির বিরুদ্ধে মানহানির মামলা


আইপিএলের নতুন সংস্করণকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু টুর্নামেন্টে খেলতে নামার আগে আইনি ঝামেলা থেকে নিজেকে মুক্ত করার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) ধোনির বিরুদ্ধে এই মানহানির মামলা দায়ের করা হয়েছে। 

মামলাটি দায়ের করেছেন তার সাবেক ব্যবসায়িক সঙ্গী মিহির দিবাকর ও সৌম্যা দাস দম্পতি। অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি সংস্থার কর্ণধার এই দম্পতি। দিল্লি হাইকোর্টে আগামীকাল বিচারপতি প্রতিভা এম সিংহ মামলাটির শুনানি করবেন। 

পিটিআই জানিয়েছে, ধোনির বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট মামলা করেছেন দিবাকর। ভারতের সাবেক অধিনায়কের অভিযোগ ভিত্তিহীন এবং অবমাননা কর বলে এই মামলা করেছেন ভারতের হয়ে ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার। এই মানহানির জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন এই দম্পতি। সঙ্গে বিষয়টি যেন সামাজিক মাধ্যমে আলোচনা ও সংবাদমাধ্যমে প্রকাশ করা না হয় সেই নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছেন তাঁরা। 



আরো পড়ুন