২৬ জুন ২০২৪, বুধবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

কলকাতা পুস্তক মেলায় প্রথমা রায়মণ্ডল সম্পাদিত আহমদ শরীফের ‘নারীবৃত্তান্ত’

ঢাকা বিজনেস ডেস্ক || ০৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:৩২ পিএম
কলকাতা পুস্তক মেলায় প্রথমা রায়মণ্ডল সম্পাদিত আহমদ শরীফের ‘নারীবৃত্তান্ত’


 প্রকাশিত হলো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ড.  প্রথমা রায়মণ্ডল সম্পাদিত আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ ‘নারীবৃত্তান্ত’। 

বইটির প্রচ্ছদ করেছেন তৌসিফ হক। প্রকাশক নবজাতক প্রকাশন। মূল্য ২৭০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে  কলকাতার আন্তর্জাতিক পুস্তক মেলার ৪৩৩ নম্বর স্টলে।

বইটিতে যেসব প্রবন্ধ রয়েছে, সেগুলো হলো, শাস্ত্র, সমাজ ও নারীমুক্তি। মধ্যযুগের বাংলায় নারীবৃত্তান্ত, নারীবাদ ও পুরুষবাদ নয়, বিশ্বমানববাদ, নারী-সংক্রান্ত ‘ভাব-বুদ্বুদ’, নারীমুক্তি আন্দোলন, পণ ও যৌতুক, ফ্যাশন ও প্রগতিপ্রতীক, নারীপর্দা: অবরোধ-অবগুণ্ঠন-বোরখা-নেকাব, নারী-নির্যাতন: এর শেকড়ের সন্ধানে, ধর্ষকের দৌরাত্ম্য-প্রতিরোধে উপায়, ধর্ষণ বিলুপ্তির উপায়, নারীর স্বাধিকার আদায়ের পূর্বশর্ত, নারীপ্রতিনিধিত্ব এবং একটি আশঙ্কা, প্রসঙ্গ নর-নারীর সম্পর্ক ও যৌনতা: খোলামনে, বার্ধক্যে দাম্পত্য আত্মীয়তা, নারীমুক্তি সংগ্রামী: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং  নারীমুক্তি কি আজো সুদূরে!



আরো পড়ুন