২৬ জুন ২০২৪, বুধবার



বর্ষসেরা টেস্ট একাদশ, তালিকায় আছেন যারা

ক্রীড়া ডেস্ক || ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম
বর্ষসেরা টেস্ট একাদশ, তালিকায় আছেন যারা


আর কিছু ঘণ্টা পরই নতুন বছর ২০২৪। এই এক বছরে ক্রিকেট বিশ্বে ঘটেছে নানা ঘটনা। ছোট ছোট দলগুলো জন্ম দিয়েছে অনেক অঘটনের। ওয়ানডে বিশ্বকাপসহ নানা কারণে আলোচিত ছিল ক্রিকেটাঙ্গন। প্রতিবছরের মতো বিদায়ের অপেক্ষায় থাকা বছরটিতে বর্ষসেরা টেস্ট একাদশের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

ওপেনার হিসেবে টেস্ট একাদশে জায়গা পেয়েছেন অজি ব্যাটার উসমান খাজা ও শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে। ৫২.৬ গড়ে চলতি বছর টেস্টে রান করেছেন খাজা যেখানে করুনারত্নে ৬০.৮ গড়ে রান করেছেন ৬০৮। তিনে রয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। 

বোলার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ও স্টুয়ার্ট ব্রড। অলরাউন্ডার হিসেবে রয়েছেন জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও প্যাট কামিন্স আছেন লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৩ সালের সেরা একাদশ

উসমান খাজা, দিমুথ করুনারত্নে, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, লরকান টাকার (উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স (অধিনায়ক), কাগিসো রাবাদা ও স্টুয়ার্ট ব্রড।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন