০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



অর্থনীতি
প্রিন্ট

নাম পরিবর্তন ইউনিক হোটেলের

স্টাফ রিপোর্টার || ২২ মার্চ, ২০২৩, ০৭:৩৩ এএম
নাম পরিবর্তন ইউনিক হোটেলের


নাম পরিবর্তন করছে পুঁজিবাজারে আবাসন ও সেবা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে নাম রাখা হচ্ছে ‘ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি’। বুধবার (২২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

ডিএসইর তথ্য মতে, নতুন এই নাম বৃহস্পতিবার(২৩ মার্চ) থেকে কার্যকর করা হবে। নাম পরিবর্তনের সিদ্ধান্তটি নেয় কোম্পানির পর্ষদ। এরপর তা অনুমোদনের জন্য দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর কাছে আবেদন করে। সব দিক বিবেচনা করে ডিএসই কোম্পানিটির নাম পরিবর্তন প্রস্তাব অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ঢাকা বিজনেস/তারেক/এনই/



আরো পড়ুন