২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



নিউইয়র্কের শীতার্তদের মাঝে জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

ছাবেদ সাথী,যুক্তরাষ্ট্র || ০৮ ডিসেম্বর, ২০২৩, ১১:৪২ এএম
নিউইয়র্কের শীতার্তদের মাঝে জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ


নিউ ইয়র্কে শীতার্ত মানুষের মাঝে জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (জেবিএ) উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে । বুধবার (৬ ডিসেম্বর)  দুপুরে ১৬৯ স্ট্রীট ও জ্যামাইকা এভিনিউয়ে প্রায় ৩ শতাধিক বিদেশি ও বাংলাদেশিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স বরোর প্রেসিডেন্ট ডোনাভান রিচাডর্স। এতে সভাপতিত্ব করেন জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইঙ্ক'র সভাপতি গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ। 

শাহনেওয়াজ বলেন, ‘নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ কাজই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। তিনি বলেন, ছোট্ট এই প্রচেষ্টা দ্বারা জ্যামাইকায় বসবাসকারী শীতার্ত সব মানুষের শীত নিবারণের জন্য প্রয়োজনীয় শীত বস্ত্র দেওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের এই ছোট উদ্যেগের ফলে কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এটা নতুন এ সংগঠনের স্বার্থকতা বলে তিনি মনে করেন। তিনি জাতি-ধর্ম-বর্ণ, দলমত-নির্বিশেষে সমাজের ধনাঢ্য ও বিত্তবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে অবশ্যই দাঁড়ানোর আহবান জানান।’

আলোচনায় আরও অংশ নেন সংগঠনের উপদেষ্টা এম এ ওসমান গনি, বিশিষ্ট সমাজসেবক ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, সহ-সভাপতি রীনা সাহা, সহ-সাধারণ সম্পাদক আনজাম সিদ্দিকী রাফি, সাংগঠনিক সম্পাদক-লুৎফর রহমান, কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ আহনাফ আলম।

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন