২৬ জুন ২০২৪, বুধবার



মুসলিম দেশগুলোর ঐক্যই ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে পারে: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ মে, ২০২৪, ০৫:০৫ পিএম
মুসলিম দেশগুলোর ঐক্যই ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে পারে: প্রধানমন্ত্রী


বিশ্বের সব মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে, ফিলিস্তিনিদের দুঃখ-কষ্ট লাঘব হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আজকে যদি আমাদের সব মুসলিম দেশ একযোগে কাজ করতে পারতো, তাহলে আমরা এ বিষয়ে আরও অগ্রগামী হতে পারতাম।’ বুধবার (৮ মে) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ‘হজ কার্যক্রম ২০২৪’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে নিজেকে একমাত্র বোন (সরকার প্রধান) হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমার এখানে একটাই কথা, সকলে এক হোন।  এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের ওপর না হয়, সেজন্য সবাই লক্ষ রাখবেন।’

আন্তর্জাতিক যে ফোরামে কথা বলেছেন সেখানেই ফিলিস্তিনীদের জন্য নিজের কন্ঠ ‘সোচ্চার ছিল’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রতিটি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ ফিলিস্তিনিরা আরব ভূখন্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। কাজেই সেই অধিকার তাদের দিতে হবে।’

১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে জাতির পিতার ভাষণেরও এখানে উদ্ধৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী।



আরো পড়ুন