২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



বোস্টনে ‘বাংলাদেশ লিটারেচার ও কালচারাল সোসাইটি’র আত্মপ্রকাশ

ছাবেদ সাথী, যুক্তরাষ্ট্র || ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৩২ এএম
বোস্টনে ‘বাংলাদেশ লিটারেচার ও কালচারাল সোসাইটি’র আত্মপ্রকাশ


যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ‘বাংলাদেশ লিটারেচার ও কালচারাল সোসাইটি’ নামে একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় নর্থরিডিং শহরের অল্ডারসগেট ইউনাইটেড মেথোডিস্ট চার্চের মিলনায়তনে অনুষ্ঠিত মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন অনুষ্ঠানে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন এর আহ্বায়ক কবি জহিরুল হক ভুইয়া মুকুল।

সব গঠিত সংগঠনের অন্য সদস্যরা হলেন কাজী নুরুজ্জামান, তাপস বড়ুয়া, মুহাম্মদ মর্তুজা, জাহিদুল ইসলাম, সাবিনা চৌধুরী, বিদ্যুৎ রহমান, কবি রেজা নূর, কবি রোকেয়া জামান, ফেরদৌসী জেসমিন, জহির আনাম খান, ফরিদা খান, উৎপল বড়ুয়া, মিজান চৌধুরী ও মুর্শীদুল হক। 

সংগঠনের অন্যতম সদস্য কাজী নুরুজ্জামানের সভাপতিত্বে এবং মুহাম্মদ মর্তুজা ও ডিম্পল তানুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন অনুষ্ঠানে ‘বাংলাদেশ লিটারেচার ও কালচারাল সোসাইটি’ প্রসঙ্গে জহিরুল হক ভুইয়া মুকুল বলেন, ‘আমি আজ বাঙালি হিসেবে গর্বিত যে, আমরা মায়ের ভাষা রক্ষার যে আন্দোলন করেছি, তা পৃথিবীতে বিরল! তাই আজ আমরা এখনো সেই ধারা অব্যাহত রেখেছি। আজ আপনাদের উপস্থিতিতি প্রমাণ করছে,আমরা যেন কোথায় যেন একটি জায়গায় বাঁধা, সেটি হলো মাতৃভাষা, বাংলা ভাষা।  আমাদের দৈনন্দিন জীবনের কৃষ্টি কালচার, আচার-আচরণ, চলন-বলন, কথোপকথন, খাওয়া-দাওয়ার মধ্যেও রয়েছে অভিন্নতা। আর সেই অভিন্নতাই খুঁজে পাওয়া যায় আমাদের বাংলাদেশিদের জাতি সত্তার পরিচয়।’ 




আরো পড়ুন