০২ জুন ২০২৪, রবিবার



এসেছে রজমান, বেড়েছে হাঁস-মুরগির দাম

তানভীর আহমেদ, সুনামগঞ্জ || ১৬ মার্চ, ২০২৪, ০১:০৩ পিএম
এসেছে রজমান, বেড়েছে হাঁস-মুরগির দাম


রমজান মাসকে কেন্দ্র করে সুনামগঞ্জে দাম বেড়েছে হাঁস-মুরগির। ১৫ দিনের সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ৬০-৭০ টাকা। এতে ক্রেতাদের মনে অসন্তোষ দেখা দিয়েছে। 

সুনামগঞ্জের একাধিক বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০-২৭০ টাকায়। গত পনের দিন আগে দাম ছিল ২০০-২১০ টাকা। একইভাবে সোনালি মুরগি ৩৫০-৩৭০ টাকা, দেশি মুরগি ৬০০-৬৫০ টাকা ও লেয়ার মুরগি ৭০০-৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি হাঁস প্রতি পিস ৬০০ টাকা, চীনা হাঁস ১ হাজার ২০০ টাকা, রাজাহাঁস ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

সুনামগঞ্জ জেলার সদর বাজারে আসা নাহিদ আলম নামের এক ক্রেতা বলেন, ১০-১২ দিন আগে ২২০ টাকা কেজিতে মুরগি কিনি। আজ দেখি ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক থেকে দেড় কেজি ওজনের মুরগি কিনতে বাজারে এসেছিলাম। কিন্তু মুরগির যে দাম, তাই ছোট্ট দেখে একটা মুরগি কিনে বাড়ি যাচ্ছি।

আসাদ মিয়া নামের এক রিকশাচালক বলেন, ‘রিকশা চালিয়ে কোনো রকম ৫০০ টাকা রোজগার করেছি। সেই টাকা দিয়ে মুরগি কিনতে বাজারে এসেছিলাম। কিন্তু বাজারে সব কিছুর দাম বেশি। কমদামি মাছ কিনতে হইবো, এছাড়া উপায় নাই।’ 

মুরগি ব্যবসায়ী আলেক মিয়া বলেন, ‘প্রতিকেজি ব্রয়লার ২৭০-২৮০ টাকায় বিক্রয় করছি। তবে আরও দাম বাড়তে পারে। ফার্মের মালিকদের নিকট থেকে আমরা চাহিদা মতো ব্রয়লার পাচ্ছি না। দামটাও বেড়েছে। বেশি দাম দিয়ে কিনলে বেশি দামে বিক্রি করতে হয়।’

স্থানীয় পোল্ট্রি ফার্ম মালিক শাহ আলম বলেন, ‘সোনালি, লেয়ার ও দেশি মুরগি ও হাঁসের দাম বেড়েছে। দাম বাড়লে বিক্রি কমে যায়। তবে মুরগির চাহিদা বেশি থাকায় বাজারে এসবের দাম বেশি।’

সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, ‘প্রতি বছরের মতো এবারও রমজানকে সামনে রেখে একটি চক্র দাম বাড়ানোর পাঁয়তারা করছে। আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছি। কেউ যদি বাজারে কোনো পণ্য সংকট তৈরি করে দাম বাড়ায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



আরো পড়ুন