১৮ মে ২০২৪, শনিবার



টাঙ্গাইলে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

টাঙ্গাইল সংবাদদাতা || ০২ ডিসেম্বর, ২০২৩, ০৮:১২ পিএম
টাঙ্গাইলে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল


টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে প্রথম দিনে ৪  আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩ আসনের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল থেকে বিকেলে পর্যন্ত যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

মনোননয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন-  টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার, টাঙ্গাইল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদা রহমান ও টাঙ্গাইল-৪ আসনের জাসদের প্রার্থী এস এম আবুু মোস্তফা।

টাঙ্গাইল-২ আসনের সমর্থনকারীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ও অন্য দুটি আসনে মনোনয়নপত্রের কাগজপত্র ও তথ্যে অসঙ্গতি থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে প্রার্থী, প্রার্থীর প্রস্তাবকারী, সমর্থনকারী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,  রবিবার ৩ ডিসেম্বর অবশিষ্ট চারটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

ঢাকা বিজনেস/এসএম/ 



আরো পড়ুন