২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করতে হবে: ইলিয়াস কাঞ্চন

স্টাফ রিপোর্টার || ০৯ এপ্রিল, ২০২৩, ১২:৩৪ পিএম
ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করতে হবে: ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন (ফাইল ছবি)


পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়কে ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করার দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান ও ভিসতা ইলেকট্রনিক্সের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বলে আসছি। এখনো সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে। এসব গাড়ি বন্ধ করতে হবে।’ 

 রোববার (৯ মার্চ) দুপুরে রাজধানীর বনানীর বিআরটিএ কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক সভায় ইলিয়াস কাঞ্চন এই দাবি জানান। 

 ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ঈদে যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারে, সড়কে যোগাযোগ ব্যবস্থা সেভাবে পরিচালনা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘দুর্ঘটনা ঘটলেই আমরা সংবাদে দেখি যে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আনফিট ছিল। ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে না নামতে পারে, সেটি নিশ্চিত করতে হবে।’

ভিসতা পরিচালক বলেন, ‘লাইসেন্সবিহীন কেউ গাড়ি চালাতে পারবে না, এটাও নিশ্চিত করতে হবে। এই দুটি বিষয় নিশ্চিত করলে দুর্ঘটনা কমবে বলে মনে করছি। একটা জীবন আমরা দিতে পারবো না। কিন্তু আমরা চেষ্টা করলে একটা জীবন রক্ষা করতে পারবো।’

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন