১৮ মে ২০২৪, শনিবার



চতুর্থ দফায় ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || ২৮ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম
চতুর্থ দফায় ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল


গাজা উপত্যকা থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে শান্তি চুক্তির শর্তের চতুর্থ দফায় ৩৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলের। অন্যদিকে গাজা থেকে আরও ১১ বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। মঙ্গলবার (২৮ নভেম্বর) বার্তাসংস্থা এএফপি ও কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে বন্দিদের ফিরিয়ে আনার জন্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে আরও ৩৩ ফিলিস্তিনি বন্দিকে ‘রাতে’ মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ।

সর্বশেষ এই বন্দি মুক্তির ফলে যুদ্ধবিরতির চার দিনে ইসরায়েলের হাত থেকে মুক্তিপ্রাপ্ত মোট ফিলিস্তিনি বন্দির সংখ্যা ১৫০ জনে পৌঁছেছে।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজা উপত্যকা থেকে ১১ জন বন্দিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস মুক্তি দিয়েছে। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘রেড ক্রসের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মুক্তি পাওয়া ওই ১১ জন বন্দি বর্তমানে ইসরায়েলি ভূখণ্ডের পথে রয়েছেন।’

এর কিছুক্ষণ পরই মুক্তি পাওয়া বন্দিরা ইসরায়েলে পৌঁছান। ইসরায়েলি সামরিক মুখপাত্র পরে জানান, মুক্তি পাওয়া বন্দিদের মেডিকেল পরীক্ষা করা হবে এবং তারপরে তাদের পরিবারের সঙ্গে তারা পুনরায় মিলিত হবে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন