০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



ডাচদের বিপক্ষে দুর্দান্ত জয় আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক || ০৩ নভেম্বর, ২০২৩, ০২:৪১ পিএম
ডাচদের বিপক্ষে দুর্দান্ত জয় আফগানিস্তানের


বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। যেখানে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমির স্বপ্নে বাঁচিয়ে রাখলো আফগানিস্তান।শুক্রবার লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৪৬.২ ওভারে মাত্র ১৭৯ রানে অল আউট হয় নেদারল্যান্ডস। জবাবে ১১১ বল বাকি রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় আফগানিস্তান। ফলে ৭ উইকেটে জয় পায় রশিদ খানের দল।

আফগানিস্তানের হয়ে রান তাড়া করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। শুরুতেই  সাজঘরে ফেরেন গুরবাজ। এসময় ১০ রানে ফেরেন তিনি। এর পর  ২০ রান করে ফেরেন ইব্রাহিম। দুই ওপেনার ইনিংস বড় না করতে পারলেও মিডল অর্ডারের রহমত শাহ নিজের টানা তৃতীয় ফিফটি পূর্ণ করেন। অপর দিকে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিও অর্ধশতক পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন।

শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এ সময় যথাক্রমে ৫৬ ও ৩১ রানে অপরাজিত ছিলেন তারা।

নেদারল্যান্ডসের হয়ে ভ্যান বিক, সাকিব জুলফিকার ও মারউইর প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন