আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে ৮ সংসদীয় আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষে দিনে রোববার (১৭ ডিসেম্বর) বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়ন প্রত্যাহারের পরও আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৫৪ প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মুরাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জাতীয় পার্টির আব্দুর রহিম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপজেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান ইউসুফজাই সানি এবং ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এছাড়া ৬ টি আসন থেকে জাকের পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেনÑ টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে এনামুল হক মনজু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আব্দুল আব্দুল আজিজ খান, টাঙ্গাইল-৫ (সদর) আসনে মো. দুলাল মিয়া, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রাকিব হোসেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আব্দুল জলিল।
এর আগে প্রতিদ্বন্দ্বিতা করতে টাঙ্গাইলে ৮টি আসনে মোট ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে জেলা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। এর মধ্যে জেলা রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আলীপ করে অনেকেই মনোনয়নপত্র ফিরে পান।
ঢাকা বিজনেস/এমএ/