২৮ জুন ২০২৪, শুক্রবার



টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ২৮ অক্টোবর, ২০২৩, ০১:১০ পিএম
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


চলতি ওয়ানডে বিশ্বকাপে জয় দিয়ে দারুণ সূচনা করে বাংলাদেশ। তবে টানা চার হারে টালমাটাল টাইগাররা। নিজেদের ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিতে মরিয়া বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে সাকিব বাহিনী। ইনজুরি কাটিয়ে টাইগার শিবিরে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন নাসুম আহমেদ।

শনিবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। 

দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। আর নাসুমের জায়গায় সুযোগ পেয়েছেন মাহেদী হাসান।

অপরদিকে নেদারল্যান্ডসের একাদশেও দুই পরিবর্তন এসেছে। তেজা নিদামানুরুর জায়গায় সুযোগ পেয়েছেন উয়েসলি বারেসি ও মারওয়ে পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন শারিজ আহমেদ।

এর আগে ২০১১ বিশ্বকাপে একবার মুখোমৃুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। বিশ্বকাপ আসরে সেই একবারই মুখোমুখি হওয়া ম্যাচে ডাচদের মাত্র ১৬০ রানে অলআউট করে দিয়ে ৬ উইকেটে জয় পেয়েছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’দৌদ, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), উয়েসলি বারেসি, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন