২৬ জুন ২০২৪, বুধবার



চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ডের খেলা দেখা যাবে ২০০ টাকায়

ক্রীড়া ডেস্ক || ২৬ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম
চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ডের খেলা দেখা যাবে ২০০ টাকায়


ওয়ানডে সিরিজ জেতার পর আবারও আগামীকাল (২৭ মার্চ) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরই মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে দুই দল।

আইরিশদের বিপক্ষে সিরিজ থেকেই অনলাইনে টিকিটের যুগে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ম্যাচের পর টি-টোয়েন্টি ফরম্যাটেও এর ধারা বজায় রেখেছে বিসিবি।

শনিবার (২৫ মার্চ) বেলা ২টা থেকে অনলাইনে প্রথম ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর সিরিজের অন্য দুই ম্যাচের টিকিট ম্যাচের আগের দিন পাওয়া যাবে।

জাতীয় পরিচয়পত্র ও সচল একটি মোবাইল নম্বর ব্যবহার করে যে কেউ-ই এই টিকিট কিনতে পারছেন। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট কেনা যাচ্ছে। আর অনলাইনে টিকিট কেনার পর কালেকশন বুথ থেকে তা সংগ্রহ করা যাবে।

চট্টগ্রামেও সর্বনিম্ন মাত্র ২০০ টাকার বিনিময়ে দেখা যাবে ম্যাচ। স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের জন্য টিকিটের এই মূল্য নির্ধারণ করেছে বিসিবি। আর দর্শকদের সর্বোচ্চ গুণতে হবে ১৫০০ টাকা, রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে এই অর্থ খরচ করতে হবে দর্শকদের।

৩০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ড টিকিট পাবেন দর্শকরা। ৫০০ টাকায় ক্লাব হাউজ এবং ১ হাজার টাকায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট কেটে খেলার দেখার সুযোগ থাকবে দর্শকদের সামনে।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন