২৬ জুন ২০২৪, বুধবার



টাঙ্গাইলে সাধু সেজে আসামীকে ধরলো পুলিশ

ঢাকা বিজনেস ডেস্ক || ২১ মে, ২০২৩, ০৭:০৫ পিএম
টাঙ্গাইলে সাধু সেজে আসামীকে ধরলো পুলিশ


টাঙ্গাইলে সাধু সেজে হোসনে আরা (৪০) নামে এক পলাতক নারী আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ মে) মির্জাপুর উপজেলার তেলিপাড়া এলাকা থেকে থাকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া হোসনে আরা  উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম।

পুলিশ জানিয়েছে, দুইটি মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত হোসনে আরা অনেক দিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে  রোববার সকালে সাধু সেজে আসামীর বাসায় হাজির হন পুলিশ সদস্যরা পরে তাকে গ্রেপ্তার করা হয়।

 অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘আসামীকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন