২৬ জুন ২০২৪, বুধবার



রাজশাহীতে ২ পক্ষের সংঘর্ষে নিহত ৩

রাজশাহী সংবাদদাতা || ১০ জুলাই, ২০২৩, ০৪:০৭ পিএম
রাজশাহীতে ২ পক্ষের সংঘর্ষে নিহত ৩


রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন,নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৪৫), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে নাইমুল ইসলাম(৭০) ও তার ছোট ভাই মেহের আলী (৬৫)।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুরে জমিজমা নিয়ে দুই পক্ষের  বিরোধ বাধে। কথা–কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ান তারা। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন।  আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ৩ জনকে মৃত ঘোষণা করেণ। এঘটনায় আহত হয়েছে আরও ৭ জন।’

ওসি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এনিয়ে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন