১৭ জুন ২০২৪, সোমবার



নিয়ন্ত্রণের আসেনি মহাখালীর খাজা টাওয়ারের আগুন

স্টাফ রিপোর্টার || ২৬ অক্টোবর, ২০২৩, ০৭:১০ পিএম
নিয়ন্ত্রণের আসেনি মহাখালীর খাজা টাওয়ারের আগুন


রাজধানীর মহাখালীর ১৪ তলাবিশিষ্ট খাজা টাওয়ারের আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ডিউটিরত অফিসার শাহজাহান শিকদার ঢাকা বিজনেসকে এই তথ্য জানান।

এর আগে, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ভবনের ১৩ তলায় আগুন লাগার খবর পায়। এরপর বিকেল ৫টা ৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি কাজ করছে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ডিউটিরত অফিসার শাহজাহান শিকদার ঢাকা বিজনেসকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৫জনকে আহত অবস্থায় উদ্ধার করেছি। আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করে যাচ্ছি। তবে আগুন নিয়ন্ত্রণে আসতে আনুমানিক কতক্ষণ সময় লাগতে পারে, সে-ব্যাপারে এই মুহূর্তে কিছু বলতে পারবো না।’

উল্লেখ্য, খাজা টাওয়ারে আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। এছাড়া সতর্কতা হিসেবে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গোটা এলাকা অন্ধকার হয়ে পড়েছে। আগুন লাগার পরপর ওই ভবনে থাকা বহু মানুষকে আতঙ্কে ভবনের ছাদে জড়ো হতে দেখা গেছে। কেউ কেউ ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন এমন দৃশ্যও দেখা গেছে। 

ঢাকা বিজনেস/তারেক/এনই




আরো পড়ুন