২৬ জুন ২০২৪, বুধবার



টাইগাদের ৩৮৩ রানের লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক || ২৪ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
টাইগাদের ৩৮৩ রানের লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা


বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ  দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট নেমে টাইগার বোলিং তোপে ৩৭ রানে টপ অর্ডারের ২ ব্যাটার হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহের পথে দলকে এগিয়ে নেন ডি কক-এইডেন মার্করাম। এর পর হেনরিখ ক্লাসেনের ৯০ রানের ঝড়ো ইনিংসে টাইগারদের পাহাড়সম রানের লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা।  

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা।নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ৩৮২ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তানজিদ হাসান তামিমের হাতে জীবন পান রেজা হেনড্রিকস।জীবন পেয়ে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ইনিংসের সপ্তম ওভারে শরিফুল ইসলামের বলে বোল্ড হন এ ব্যাটার। এর আগে করেন ১২ রান।  তিনে নেমে মেহেদী হাসান মিরাজের বলে ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন রাসি ফন ডার ডুসেন।

এর পর  ডি ককের সঙ্গী হন এইডেন মার্করাম। চার ছয়ে গড়েন ১৩১ রানের জুটি। আরও আক্রমণাত্মক হওয়ার আগে ৬০ রান মার্করামকে ফেরান টাইগার অধিনায়ক সাকিব।

তবে পঞ্চম উইকেট জুটিতে আরও ভয়ংকর হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। যেখানে মাত্র ৮৭ বলে ১৪২ রান যোগ করেন ডি কক ও হেনরিখ ক্লাসেন। এর মাঝে  ১৫০ রানে পৌঁছে যান ডি কক। ১২৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় সেঞ্চুরি। ডাবল সেঞ্চুরির পথে বেশ এগিয়ে ছিলেন তিনি।  ডি কককে হতাশ করে ১৭৪ রানে আটকে দেন হাসান মাহমুদ। অন্যপ্রান্তে ক্লাসেনও ছিলেন সেঞ্চুরির পথে। হাসান মাহমুদের বলেই শেষ ওভারে ৯০ রানে আউট হন তিনি। শেষদিকে ডেভিড মিলার ১৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

 বাংলাদেশের হয়ে হাসান দুটি এবং সাকিব, মুস্তাফিজ ও মেহেদী মিরাজ একটি করে উইকেট নেন।

ঢাকা বিজসে/এমএ/



আরো পড়ুন