২৬ জুন ২০২৪, বুধবার



সাকিবের ঘূর্ণিতে অসহায় কনওয়ে

ক্রীড়া ডেস্ক || ১৩ অক্টোবর, ২০২৩, ০৮:১০ পিএম
সাকিবের ঘূর্ণিতে অসহায় কনওয়ে


বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। টাইগারদের দেওয়া ২৪৬ রানের  লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। মুস্তাফিজুর রহমানের বলে সাজঘরে ফিরেন ওপেনার রাচিন রবীন্দ্র। উইকেট হারিয়ে চাপে পড়লেও দলের হাল ধরেন ডেভন কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামসন। তাদের জুটিতে যখন লড়াই থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে বাংলাদেশ, তখনই কিউই শিবিরে আঘাত হানলেন সাকিব আল হাসান। হাফ সেঞ্চুরির কাছে গিয়েও ৫৯ বলে ৪৫ রান করে এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফিরেন কনওয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ  ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৩ রান।




আরো পড়ুন