২৫ জুন ২০২৪, মঙ্গলবার



কক্সবাজারে মিনি-ট্রাকভর্তি রোহিঙ্গা আটক

কক্সবাজার সংবাদদাতা || ১২ মার্চ, ২০২৩, ০৬:৩৩ পিএম
কক্সবাজারে মিনি-ট্রাকভর্তি রোহিঙ্গা আটক


কক্সবাজারের উখিয়ায় যাওয়ার পথে মিনি-ট্রাক থেকে ২৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ মার্চ) সকাল ১১ টার দিকে উখিয়া সদরের ফরেস্ট রোড থেকে তাদের আটক করা হয়।  উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,  আটক উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা ক্যাম্পের নিরাপত্তা প্রহরীদের ফাঁকি দিয়ে বের হয়ে এসেছিলেন।

ওসি  বলেন, ‘ক্যাম্প থেকে বেরিয়ে পড়া রোহিঙ্গাদের একটি গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের কুতুপালং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে হস্তান্তর করা হচ্ছে।’

ঢাকা বিজনেস/ তাফহীমুল /এনই/



আরো পড়ুন