২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



হিলি দিয়ে ২ দিনে এলো ৩০০ মেট্রিক টন আলু

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৩২ এএম
হিলি দিয়ে ২ দিনে এলো ৩০০ মেট্রিক টন আলু


দুই দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১২টি ভারতীয় ট্রাকে ৩০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। আরও আলু আমদানির অপেক্ষায় ভারতের ওপারে রয়েছে। পানামা হিলি  পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন উর রশিদ বলেন, ‘দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় সরকার। অনুমতি পাওয়ার পর হিলিবন্দর দিয়ে ভারত থেকে আলু আনা শুরু করেন আমদানিকারকেরা। আর আলুবোঝাই ট্রাক বাংলদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের ওপারে অবস্থান করছে।’ 

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা  ‘গেলো দুই দিনে শনিবার ও রোববার এই বন্দর দিয়ে ১২টি ভারতীয় ট্রাকে ৩০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। আরও আলুবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের ওপারে অবস্থান করছে। আজ সে-সব আলুবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারে।’ 

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী ঢাকা বিজনেসকে বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ৫০ জন আমদানিকারককে ভারত থেকে ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি দিয়েছে।’

ইউসুফ আলী আরও বলেন, ‘শুক্রবার (২ ফেব্রুয়ারি) সরকারি ছুটির কারণে কোনো আলু আমদানি হয়নি। তবে শনিবার ও  রোববার দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ১২টি ভারতীয় ট্রাকে ৩০০ মেট্রিক টন আলু আমদানি করেছেন আমদানিকারকেরা। আগামী ১৫ মার্চ পর্যন্ত ভারত থেকে আলু আমদানি করা যাবে।’



আরো পড়ুন