ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পশু কোরবানি করা হচ্ছে। ঈদের দিন ভোর থেকে বিকাল পর্যন্ত বৃষ্টি হওয়ায় অনেকেই পশু জবাই দেননি। তাই দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি দিচ্ছেন। এদিকে, ইসলামের বিধান অনুযায়ী ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি দেওয়া যায়।
শুক্রবার (৩০ জুন) ফজরের নামাজের পর পরই রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি শুরু হয়।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে ঈদের দিন কসাই না পাওয়ায় কোরবানি করতে পারেননি। তাই দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন। পাড়া-মহল্লার অলিগলি, বাসার নিচের গ্যারেজে, প্রধান সড়কে পছন্দের পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা।
আগারগাঁওয়ের বাসিন্দা দেলোয়ার বলেন, ‘ঈদের পুরো দিন বৃষ্টি। তাই প্রথম দিন কোরবানি দিতে পারিনি। আজ সকালেই দিলাম।’
মিরপুরের বাসিন্দা কামাল বলেন, ‘শ্বশুরবাড়ি কোরবানি ছিল কাল। আজ আমরা দিচ্ছি। সব আত্মীয়কে দাওয়াত করেছি। একসঙ্গে ঈদ করবো।’
ঢাকা বিজনেস/এইচ