২৬ জুন ২০২৪, বুধবার



কাঁচামরিচ গ্রামে ১ হাজার টাকা, শহরে ৮০০ টাকা

ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট || ০১ জুলাই, ২০২৩, ০৫:০৭ পিএম
কাঁচামরিচ গ্রামে ১ হাজার টাকা, শহরে ৮০০ টাকা


ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে কাঁচামরিচের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে লাফিয়ে লাফিয়ে  দাম।  শনিবার (০১ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজারে প্রতিকেজি কাঁচামরিচ খুচরা ৬০০ টাকায় বিক্রি হয়েছে। আর দুপুর থেকে ২০০ টাকা বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।  আর গ্রামে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১ হাজার টাকা।

ক্রেতাদের অভিযোগ, হঠাৎ করে সিন্ডিকেটের কারসাজির কারণে কাঁচামরিচের দাম বেড়েই চলেছে। 

শহরের ফারুকী বাজারে কাঁচামরিচ কিনতে আসা ফারুক মিয়া বলেন, ‘গতকাল শুনেছিলাম ৬০০ টাকা কেজি। আজ এসে দেখি ৮০০ টাকা কেজি। তাই মরিচ না নিয়েই চলে যাচ্ছি।’

তবে বিক্রেতা হিরণ মিয়ার দাবি, আমদানি কম হওয়ায় চাহিদার তুলনায় কাঁচামরিচের সরবরহা কম। তাই সাময়িক সংকট দেখা দিয়েছে। ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ঢাকা বিজনেস/আজহার/এনই 



আরো পড়ুন