২৬ জুন ২০২৪, বুধবার



বাড়তে পারে তাপমাত্রা, হতে পারে বজ্র-বৃষ্টি

স্টাফ রিপোর্টার || ২৫ মে, ২০২৩, ০৩:০৫ পিএম
বাড়তে পারে তাপমাত্রা, হতে পারে বজ্র-বৃষ্টি


আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (২৫ মে) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাতিয়ায় সর্বোচ্চ ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সন্দ্বীপ, সীতাকুন্ড, চট্টগ্রাম, চাঁদপুর, রাঙামাটি, কক্সবাজার, কুতুবদিয়া, বান্দরবান, মাইজদীকোর্ট, বরিশাল, পটুয়াখালী, ভোলাসহ দেশের অনেক স্থানে বৃষ্টিপাত হয়েছে।

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা টাঙ্গাইলে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বৃহস্পতিবার বান্দরবানে সর্বনিম্ন ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অতবা বজ্রসহ বৃষ্টি হ্রাস পেতে পারে এবং এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে।

আজ ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন