বর্তমানে পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ ২৫ শতাংশ বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আব্দুল হালিম। তিনি বলেন, দেশের পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের সংখ্যা বাড়াতে হবে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএসইসি কমিশনার বলেন, ‘ নারী বিনিয়োগকারীদের ছাড়াও নীলফামারীসহ অনেক জেলার বিনিয়োগকারীদের একেবারেই অংশগ্রহণ নেই। এদেরকে বাজারে আনতে হবে। টেকসই অর্থনীতি গড়তে সমাজের পিছিয়ে পড়াদের নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।’
আব্দুল হালিম বলেন, ‘যেসব জেলার মানুষেরা এখনো পুঁজিবাজারে আসেনি তাদেরকে আনতে হবে। এর ফলে একটি টেকসই অর্থনীতি তৈরি করা সম্ভব হবে। ব্যবসার একমাত্র উদ্দেশ্য লাভ অর্জন করা হওয়া উচিত না। পরিবেশের যেন ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখা উচিত। সরকারের ভিশন স্মার্ট বাংলাদেশ গড়তে পুঁজিবাজারের ভূমিকা রয়েছে।’
বিএসইসি কমিশনার বলেন, ‘বর্তমানে আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ডলার। তবে যারা এখনো অনেক পিছিয়ে আছে তাদেরকে নিয়ে কাজ করা দরকার। কারণ টেকসই সমাজ তৈরি করতে হলে বৈষম্য দূর করতে হবে।’
সেমিনারে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর এমডি ড. এটিএম তারিকুজ্জামান। এছাড়া প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আইডিএলসি ফাইন্যান্সের এমডি সাইফুদ্দিন আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি শাকিল রিজভী এবং অদিতি হালদার।
ঢাকা বিজনেস/এমএ/