২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার



ই-কমার্সের উদ্যোক্তারা জামানতবিহীন ঋণ পাবেন

ঢাকা বিজনেস ডেস্ক || ১৯ মার্চ, ২০২৫, ১০:০৩ এএম
ই-কমার্সের উদ্যোক্তারা জামানতবিহীন ঋণ পাবেন


জামানত ছাড়াই ই-কমার্স উদ্যোক্তা, নারী উদ্যোক্তারা সহ অন্যান্য ছোট উদ্যোক্তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। সোমবার (১৭ মার্চ) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালায়   এই তথ্য জানানো হয়েছে।  

ই-কমার্স ও এফ কমার্স এর ক্ষুদ্র উদ্যোক্তারাও এখন ট্রেড লাইসেন্স ছাড়া ঋণ পাবেন। তাদের ট্রেড লাইসেন্স না করার পেছনে অনেক বাস্তব কারণ থাকার কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

নতুন নীতিমালায় নারী উদ্যোক্তাদের সংজ্ঞাকে বিস্তৃত করা হয়েছে। এতে বলা হয়েছে, নারী উদ্যোক্তা ও নারী উদ্যোগের ক্ষেত্রে নারী মালিকানাধীন উদ্যোগের পাশাপাশি নারী পরিচালিত উদ্যোগসমূহও অন্তর্ভুক্ত করা হয়েছে। সিএমএসএমই খাতের কোনো একটি উদ্যোগ নারী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে যদি তিনি অংশীদারী প্রতিষ্ঠান বা জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত প্রাইভেট কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডারদের মধ্যে ন্যূনতম ২০ শতাংশ অংশের মালিক হন। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অথবা নির্বাহী পরিচালক অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা পরিচালনা পর্ষদের সভাপতি অথবা সমপর্যায়ের পদে একজন নারী দায়িত্বরত থাকেন কিংবা অংশীদারী প্রতিষ্ঠান বা জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত প্রাইভেট কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডারদের মধ্যে ন্যূনতম ২০ শতাংশ অংশের মালিক হন এবং উক্ত প্রতিষ্ঠানে কর্মরত স্থায়ী জনবলের ন্যূনতম ৫১ শতাংশ নারী কর্মরত থাকলে সেটিকে নারী উদ্যোগ হিসেবে বিবেচনা করা হবে। নারী উদ্যোক্তাদের ব্যাংক-গ্রাহক সম্পর্কের বিবেচনায় সহায়ক জামানত ব্যতিরেকে ২৫ লাখ টাকার বেশি ঋণ প্রদান করতে পারবে। এছাড়া ব্যবসায়ীক অভিজ্ঞতার শর্ত আরোপ নমনীয় মনোভাব প্রদর্শন করতে হবে।

জাতীয়  শিল্পনীতি ২০২২ এর আলোকে ‘অপ্রাতিষ্ঠানিক শিল্প খাতের উদ্যোক্তা’ বাণিজ্য মন্ত্রণালয় প্রণীত ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা–২০২১ অনুযায়ী এ উদ্যোক্তাদের সংজ্ঞায়ন করা হয়েছে। ইউনিক বিজনেস আইডেনটিফিকেশন (ইউবিআইডি), ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন (ডিবিআইডি) ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট (পিআরএ) আছে, এমন  অতিক্ষুদ্র উদ্যোক্তা বা সেবাপ্রদানকারীরা ‘অপ্রাতিষ্ঠানিক বা প্রান্তিক উদ্যোক্তা’ হিসেবে বিবেচিত হবেন।

করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেই এমন ছোট উদ্যোক্তাদের জামানত ছাড়া ব্যাংক ঋণ নেওয়ার পথ সুগম করেছে বাংলাদেশ ব্যাংক; যারা ব্যবসা চালাতে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। আগেও জামানত ছাড়া উদ্যোক্তারা ঋণ নিতে পারতেন। তবে সেসব ক্ষেত্রে টিআইএন ও আরো কিছু বিষয়ের ওপর বিবেচনা করে ঋণ দেওয়ার নিয়ম ছিল। তবে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (সিএসএমই) নতুন নীতিমালায় এসব উদ্যোক্তাদের জামানত ছাড়া ঋণ দেওয়ার ব্যবস্থার নির্দেশনা দিল  কেন্দ্রীয় ব্যাংক। পাঁচ বছরের জন্য নতুন এই সিএমএসএমই নীতিমালা সোমবার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় বলা হয়েছে, ব্যবসা সংক্রান্ত সনদপত্র দিয়ে এ ঋণ পাবেন ছোট ছোট উদ্যোক্তারা।

উৎপাদন, সেবা ও ব্যবসা-এই তিন অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের মধ্যে যাদের জনবল পারিবারিক সদস্যসহ ৫ থেকে ১০ জনের মধ্যে অর্থাৎ ১০ জনের বেশি নয় তারা এ ক্যাটাগরিতে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তারা আগেও ঋণ পেতেন। তবে তখন তারা ‘পার্সোনাল লোন’ পেতেন, যেটির সুদের হার বেশি। তাদের জন্য এ ঋণ নিয়ে ব্যবসা করা কঠিন ছিল।

এর আগে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর পাঁচ বছরের জন্য সিএমএসএমই নীতিমালা করা হয়েছিল। সেটির মেয়াদ শেষ হওয়ায় নতুন এই নীতিমালা করা হয়েছে। এটি আগামী পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।  সার্কুলারে ‘অপ্রাতিষ্ঠানিক উদ্যোক্তা’ নামে নতুন এই শ্রেণি যুক্ত করে এ বিষয়ে ব্যাংকের করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে কোন উদ্যোক্তা অপ্রাতিষ্ঠানিক উদ্যোক্তার ক্যাটাগরিতে পড়বেন তা সুষ্পষ্ট করে বলা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, মাঝারি শিল্প–উদ্যোক্তারা সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। যেসব কোম্পানিতে ১২১ থেকে ৩০০ জন কর্মী রয়েছেন এমন তৈরি পোশাক কারখানা অথবা শ্রমঘন শিল্পে যেখানে ১০০০ কর্মী কাজ করছেন এ ঋণ দেওয়া হবে।

এছাড়া মাঝারি শিল্পের মধ্যে সেবা খাতে সর্বোচ্চ ৭৫ কোটি টাকা ঋণ দেওয়া হবে, যেখানে কর্মীর সংখ্যা ৫১ থেকে ১২০।



আরো পড়ুন