১৭ জুন ২০২৪, সোমবার



বৃষ্টির শঙ্কা নিয়েই সিলেটে ম্যাচ শুরুর প্রস্তুতি চলছে

হাকিম মাহি, সিলেট থেকে || ২০ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম
বৃষ্টির শঙ্কা নিয়েই সিলেটে ম্যাচ শুরুর প্রস্তুতি চলছে


টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের হোয়াইটওয়াশ করার পরপরই গত ১৮ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। শুরুর ম্যাচেই বাজিমাত করা জয় পায় বাংলাদেশ। ১৮৩ রানের বিশাল ব্যবধানের জয়। তারপর সিরিজ জয়ের স্বপ্ন দেখে টইগাররা। তবে, বাধা হয়ে দাঁড়াতে চায় বৃষ্টি। রোববার (১৯ মার্চ) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হানা দেয় সিলেটে। আজও বৃষ্টি দিয়েই সকাল শুরু। তবে, বেলা যত বাড়তে থাকে, আকাশ তত পরিষ্কার হয়। এই মুহূর্তে সিলেটের আকাশ পরিষ্কার।   

এদিকে, আবহাওয়া অফিস বলছে, সিলেটে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত হতে পারে। তবে, সবকিছুকে উপেক্ষা করে সর্বশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মাঠ শুকানোর চেষ্টা চলছে। সাজানো হচ্ছে গ্যালারি। দুপুর ২টায় ম্যাচ শুরুর ঘোষণা থাকলেও এখনো কোনো দর্শক মাঠে দেখা যাচ্ছে না। চারদিক নিরাপত্তাও জোরদার করা হয়েছে। ম্যাচটি টি-স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।


প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে হেসেখেলেই জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৩৮ রান তুলে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান তামিমদের। জবাবে ৩০ ওভার ৫ বলে মাত্র ১৫৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় তামিম-সাকিবরা। ওয়ানডে ফরম্যাটে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় বাংলাদেশের।  

২০০৮ সালে তিন ম্যাচের সিরিজে আইরিশদের হোয়াইওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১০ সালে আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল টাইগাররা। ওই সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে, আয়ারল্যান্ডের জয় ২টিতে।

সাম্প্রতিক ফর্ম এবং শক্তি বিচারে এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয় নিশ্চিতের পথেই আছে বাংলাদেশ।

গতকাল বিশ্রাম ছিল বাংলাদেশ দলের। এই ছুটিতে নিজের বিশ্ববিদ্যালয় (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এআইইউবি) সমাবর্তনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন সাকিব আল হাসান। সমাবর্তন অনুষ্ঠানে বিবিএ ডিগ্রি গ্রহণ করেন তিনি। কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেন তামিম ইকবালকে অনুশীলন করতে দেখা যায় মাঠে।   

এদিকে, প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য আয়ারল্যান্ডের। দ্বিতীয় ওয়ানডেটি আইরিশদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচে রুপ নিয়েছে। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ চলার আগেও তারা মাঠে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন।  


প্রথম ম্যাচের পর আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি বলেছিলেন, ‘ম্যাচের অর্ধেক সময়েও আমরা খুব বেশি হতাশ ছিলাম না। যখন আমরা ব্যাটিং করতে নামি তখনও উইকেট ভালো ছিল। তারপর আমরা ৪-৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাই। অভিজ্ঞতার অভাব ছিল-এটি অজুহাত হিসাবে দাঁড় করাতে চাই না আমরা। তবে তারা ছন্দে ছিল এবং খুব ভালো খেলেছে।’

তিনি আরও বলেন, ‘তবে ভালো বিষয় হলো, আমরা সোমবার আরও একটি সুযোগ পাবো। আমরা প্রতিন্দ্বন্দিতা করতে চাই। প্রথম ম্যাচের চেয়ে আরও ভালো খেলতে চাই, বিশেষ করে ব্যাটিংয়ে।’

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন