১৮ মে ২০২৪, শনিবার



ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকা

স্টাফ রিপোর্টার || ১১ অক্টোবর, ২০২৩, ০৮:১০ পিএম
ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকা


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। বুধবার (১১ অক্টোবর) কোম্পানিগুলোর মোট ১ কোটি ২ লাখ ১১ হাজার ৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ৫৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সী পার্ল বীচ ৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এমারেল্ড অয়েল ৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক ১ কোটি ৯১ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবল ১ কোটি ১৮ লাখ, খান ব্রাদার্স ১ কোটি ৩০ লাখ, পাওয়ার গ্রীড ১ কোটি ৮৮ লাখ ও সোনালী পেপার ২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন