২৬ জুন ২০২৪, বুধবার



ক্যাপ্টেন্সি চ্যালেঞ্জিং নয়, আনন্দের: শান্ত

ক্রীড়া প্রতিবেদক || ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম
ক্যাপ্টেন্সি চ্যালেঞ্জিং নয়, আনন্দের: শান্ত


ক্যাপ্টেন্সিকে এনজয় করবেন বলে জানালেন  বাংলাদেশ দলের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘ক্যাপ্টেন্সি চ্যালেজিং নয়, আনন্দের।’ সোমবার (২৫ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত  সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

শান্ত বলেন, ‘সিনিয়রদের কাছ থেকে  অনেক  বিষয়ে শিখেছি। আমারও নিজস্ব কিছু অভিজ্ঞতা রয়েছে। সেগুলো কাজে লাগাবো। উইকেট অনুযায়ী খেলবো। টার্গেট অনুযায়ী খেলতে হবে।’ 

এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘মনে হচ্ছে ছেলের জন্মের পর ভাগ্যের পরিবর্তন হয়েছে। গত ১ বছরে অনেক ভালো কিছু হয়েছে। আমার পরিবারের সদস্যরাও বলে,  বাচ্চা মনে হয় আমার জন্য খুব লাকি।’

ভবিষ্যতে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেলে কিভাবে দেখবেন,  এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘ভবিষ্যতে যদি দায়িত্ব পাই, তাহলে ভালোভাবেই পালন করার চেষ্টা করবো। সামনে ওয়ার্ল্ড কাপ। এবার যদি ভালোভাবে ম্যাচটি শেষ করতে পারি, তাহলে আমার ক্যারিয়ারের জন্য ভালো কিছু হবে।’

ওয়ার্ল্ড কাপে কারা কারা খেলতে যাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে নতুন এই দলপতি বলেন,  ‘আপনারা জানেন এখনো নির্দিষ্ট করা হয়নি। তবে, কারা খেলবেন, খেলোয়াড়রা সবাই জানেন মোটামুটি। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সবাই।’

এ সময় বিসিবির কর্মকর্তারাসহ বিভিন্ন মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

ঢাকা বিজনেস/মাহি/



আরো পড়ুন