২৫ জুন ২০২৪, মঙ্গলবার



বগুড়ায় পানিতে ডুবলো ৩০০ হেক্টর ফসলি জমি

বগুড়া সংবাদদাতা || ০৬ অক্টোবর, ২০২৩, ০৭:১০ পিএম
বগুড়ায় পানিতে ডুবলো ৩০০ হেক্টর ফসলি জমি


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে বগুড়ার সারিয়াকান্দির যমুনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সোনাতলা, ধুনট ও শেরপুরের তিন উপজেলার ৩০০ হেক্টর জমি পানিতে তলে গেছে। শুক্রবার (৬ অক্টোবর) সারিয়াকান্দি পয়েন্টে বাঙালি নদীর পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বাড়তে থাকায় উপজেলার বাঙালি নদীর তীরবর্তী নারচি, গোদাগাড়ি, হাটশেরপুর, বরুরবাড়ি, সারিয়াকান্দি, গোশাইবাড়ি, রামচন্দ্রপুর, ছাগলধরা, মাছিরপাড়া, কুতুবপুর, বাঁশহাটা, ভেলাবাড়ি ও জোড়গাছা এলাকা প্লাবিত হয়েছে। 

সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ১৭৫ হেক্টর জমির রোপা আমন, মাষকলাই, মরিচ ও শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। 

সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম বলেন, ‘দ্রুত পানি না কমলে ফসলের ব্যাপক ক্ষতি হবে।’

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মোতলেবুর রহমান বলেন, ‘যুমনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধিতে সোনাতলা, ধুনট ও শেরপুরের উপজেলার ৩০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এছাড়া জেলার অন্য উপজেলার নিচু এলাকার ফসলের মাঠে পানি প্রবেশ করছে। পুরো জেলার ফসলের মাঠ তলিয়ে যাওয়ার পরিমান হিসাব  চলছে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন