অনুপম, অর্ণবের নানা গানে কেটে গেলো সন্ধ্যা থেকে রাত। ট্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনে সম্পন্ন হলো ‘ম্যাজিকাল নাইট’। অর্ণব, অনুপম রায়, তালপাতার সেপাই, মেঘদল, হাতিরপুল সেশন ছিল এই আয়োজনে।
কানায় কানায় পূর্ণ ছিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকাল ৪টা থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে দর্শক-শ্রোতারা আসতে শুরু করেন। কনসার্ট শুরু হয় সন্ধ্যা পৌনে ৬টা থেকে। কনসার্ট শুরু হয় ঢাকার ‘হাতিরপুল সেশনস’র পরিবেশনার মধ্য দিয়ে।
‘উপ', ‘মনোহর', 'আনন্দ দাও', 'তুলনামূলক রোদছায়া', ‘শহরের দুটি গান’ উপহার দেন সবাইকে। মেঘদল এসেই ‘এ হাওয়া আমায় নেবে কতদূর’ গেয়ে সবাইকে নিয়ে যায় এক অন্য সুরের আবহাওয়ায়।
সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মঞ্চে আসে কলকাতার ব্যান্ড ‘তালপাতার সেপাই’। হাজারো দর্শক-শ্রোতা সমস্বরে চিৎকারে করে মঞ্চে স্বাগত জানান তাদের। তারা শোনায় ‘ও দয়াল বিচার করো’ গানটি।
‘আমরা এসে গিয়েছি। তোমরা রেডি তো !’ এ কথা বলতে বলতে রাত ৮টার দিকে মঞ্চে উঠেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। এসময় চারদিকে আনন্দ-উল্লাসে অজস্র ধ্বনি তোলেন দর্শক-শ্রোতারা। পাশাপাশি ‘অনুপম, অনুপম, অনুপম’ বলে চিৎকার করে উঠেন।
একে একে গেয়ে শোনান ‘যদি কেড়ে নিতে বলে’, ‘বাড়িয়ে দাও তোমার হাত’, ‘আমার আঙুল হাতে ঠোঁটে তুমি লেগে আছো’ গানগুলো।
সংগীত পরিবেশনের এক ফাঁকে অনুপম বলে উঠেন, ১৩ বছর ধরে গান করছি। ভাবিনি এত সাড়া পাবো। তাই বলছি আবারও বাড়িয়ে দাও হাত। এই বলে অনুপম শুরু করেন, ‘বাড়িয়ে দাও তোমার হাত’- দর্শকও চিৎকার করে তার সঙ্গে গাইতে থাকেন এ গান। গান শুনতে শুনতে মন্ত্রমুগ্ধ হয়ে ভাসতে থাকেন সুরের আকাশে। ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি গাওয়ার সময় মিলনায়তনে হাজার দর্শকের মুঠোফোনের আলো যেন চাঁদনী রাতের আবহ তৈরি হয়।
পুরো কনসার্টের শেষ চমক ছিল অর্ণবের গান। শুরু করেন ‘হারিয়ে গিয়েছি’। পরে ‘তোমার জন্য’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মাঝে মাঝে তব দেখা পাই’ গানটি অর্ণবের কণ্ঠে যেন অন্য মাত্রা পায়। পরে একে একে অর্ণব শোনান ‘সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর’, ‘সে যে বসে আছে একা একা’ গানগুলো। মহীনের ঘোড়াগুলি ব্যান্ডকে ট্রিবিউট করে ‘ভেবে দেখেছ কী’ গেয়ে কনসার্টের শেষ করেন অর্ণব।
একইসঙ্গে দুই বাংলার এমন আয়োজনে দর্শকরা মুগ্ধ। তারা চান আগামীতেও এমন আরও আয়োজন হয় এবং সবাই মিলে যেন আবারও এমন আয়োজন উপভোগ করতে পারেন।
ঢাকা বিজনেস/এইচ