০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



কক্সবাজারে গাইবেন মমতাজ

বিনোদন ডেস্ক || ২৩ মে, ২০২৩, ১০:৩৫ এএম
কক্সবাজারে গাইবেন মমতাজ


দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম। এবার কক্সবাজার মাতাবেন এই গায়িকা। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে কনসার্টে গাইবেন তিনি। সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত এক আয়োজনে পারফর্ম করবেন এ গায়িকা। 

সংগঠনটির ‘আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারকৃত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে দেশের মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমে দেশের ৪ জেলায় ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’ হবে।

এ আয়োজন ইতোমধ্যে খুলনা, সাতক্ষীরা ও যশোরে সফলভাবে শেষ হয়েছে। এবার আগামী ২৭ মে কক্সবাজারে আয়োজনের সমাপনী কনসার্ট অনুষ্ঠিত হবে। উন্মুক্ত কনসার্টটি বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

অনুষ্ঠানে পট গান এবং মানব পাচার প্রতিরোধে সচেতনতা, সমাজে মানব পাচারের শিকার সারভাইভারদের অধিকার বিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হবে।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন