০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে সেনা কর্মকর্তাসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক || ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৯ পিএম
কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে সেনা কর্মকর্তাসহ নিহত ৩


ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে দুই সেনা কর্মকর্তা ও ১ পুলিশ  কর্মকর্তা নিহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায়  ‘সন্ত্রাসবিরোধী’ যৌথ অভিযানে এই ঘটনা ঘটে। তবে সন্ত্রাসীদের হতাহতের সংখ্যা জানা যায়নি। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোকারনাগের গভীর বনে ‘সন্ত্রাসবিরোধী’ যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ। বুধবার ভোরে বন্দুকযুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের এই তিন কর্মকর্তা নিহত হয়েছে।

৪৮ ঘণ্টার বেশি সময় ধরে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে যৌথবাহিনীর অভিযান চলে। বৃহস্পতিবার কোকারনাগের জঙ্গলে বন্দুকযুদ্ধে আরও দুইজন সৈনিক আহত হয়েছেন। এছাড়া একজন সৈনিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 

সেনাবাহিনীর একটি সূত্র জানায়, বুধবার জঙ্গিদের গুলিতে নিহতদের মধ্যে একজন কর্নেল, মেজর ও জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি রয়েছেন। তাদের মৃত্যুর পর অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বুধবার সকালে যৌথবাহিনী ফের অভিযান শুরু করে। যৌথবাহিনীকে লক্ষ্য করে অবিরাম গুলি চালায় সন্ত্রাসীরা। তাতে দুই সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।  

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন