২৬ জুন ২০২৪, বুধবার



শিপসা নদীতে ১৪শ টন ফ্লাইএ্যাশ বোঝাই জাহাজ ডুবি

বাগেরহাট করেসপন্ডেন্ট || ৩০ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ এএম
শিপসা নদীতে  ১৪শ টন ফ্লাইএ্যাশ বোঝাই জাহাজ ডুবি


সুন্দরবনের শিপসা নদীতে ১ হাজার ৪২২ টন ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই এমভি গায়েহেরা -৪ লাইটার  জাহাজ ডুবে গেছে। শুক্রবার দুপুরে শিপসা নদীর নলিয়ান এলাকায় চরে আটকে পড়ে তলা ফেটে ডুবে যায় জাহাজটি। সে সময় জাহাজটিতে থাকা ১২ স্টাফ-কর্মচারি সাঁতার কেটে তীরে ওঠেন।নলিয়ান নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেন

তারক চন্দ্র নাথ জানান, বৃহস্পতিবার বিকালে এমভি গায়েহেরা -৪ নামক লাইটার জাহাজটি শিপসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে। এ খবর পেয়ে তিনিসহ নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে লাইটারের নাবিকদের উদ্ধার করে।রাতে লাইটারটি নদীর চরে আটকা থাকে। তবে শুক্রবার দুপুরে জোয়ারে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে লাইটারটি কাঁথ হয়ে পুরোপুরি ডুবে যায়। নৌ পুলিশের ওই কর্মকর্তা জানান, ডুবেযাওয়া লাইটারটি ভারতের ভজভজ এলাকা থেকে ফ্লাইএ্যাশ (সিমেন্টর কাঁচামাল)নিয়ে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল।’



আরো পড়ুন