০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



জানা-অজানা
প্রিন্ট

‘LL.B’-এর পূর্ণরূপ কী

ঢাকা বিজনেস ডেস্ক || ৩০ মার্চ, ২০২৩, ০৭:৩৩ এএম
‘LL.B’-এর পূর্ণরূপ কী


স্কুল-কলেজে পড়ার সময় বাংলা বইয়ে লেখক পরিচিতি অংশে দেখা যায়, অনেক লেখক এলএলবি পাস করেছেন। এর মানে আইন বিষয়ে পড়া, এতটুকু জেনেই শিক্ষার্থীরা সন্তুষ্ট থাকতো। কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না. এই এলএল.বি'র পূর্ণরূপ কী। এর চেয়েও মজার বিষয় হলো, অনেক আইনপড়ুয়া শিক্ষার্থীকে যদি জিজ্ঞেস করা হয় এলএল.বি' অর্থ কী অথবা  L দুটি কেন? অথবা কোন L-এর পরে ফুলস্টপ হবে? অনেক শিক্ষার্থীই সঠিক উত্তর দিতে পারেন না। 

চলুন, আজকে জেনে এই এলএল.বি'র আদ্যোপান্ত। 

উৎপত্তিগত দিক থেকে দুটি ল্যাটিন শব্দ Legum Baccalaureus -এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে LL.B. ইংরেজিতে যার অর্থ Bachelor of Laws. বাংলা হলো  'আইন বিষয়ে স্নাতক'। স্বভাবত,  Bachelor of Laws -এর সংক্ষিপ্ত রূপ হওয়ার কথা  L.B. কিন্তু তা না হয়ে LL.B হলো কেন? 

আগেই বলা হয়েছে, এর উৎপত্তি ল্যাটিন শব্দ Legum Baccalaureus থেকে। আর এই শব্দযুগলে Legum শব্দটি lex-এর বহুবচন। Lex শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Law (আইন) এবং Legum শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Laws (আইনসমূহ)। ল্যাটিন নিয়ম অনুযায়ী কোনো শব্দের abbreviation

(সংক্ষিপ্তরূপ) করার সময় একবচনের ক্ষেত্রে প্রথম বর্ণটি একবার লেখা হয়, কিন্তু বহুবচনের ক্ষেত্রে প্রথম বর্ণটি ২ বার লেখা হয়।

যেমন- Book -এর সংক্ষিপ্তরূপ B; কিন্তু Books-এর সংক্ষিপ্তরূপ = BB. অর্থাৎ, Lex-এর সংক্ষিপ্তরূপ L; এবং Legum এর সংক্ষিপ্তরূপ = LL.

আর এজন্যই Bachelor of Laws-এর সংক্ষিপ্ত রূপে দুটি L লেখা হয়। আর Baccalaureus -এর সংক্ষিপ্ত রূপ B. দুটো মিলে LL.B. 

এবার আসা যাক, পরের প্রশ্নে। কোন L-এর পর ফুলস্টপ হবে? যেহেতু দুইটি L দিয়ে একটি শব্দ বোঝানো হচ্ছে তাই প্রথম L-এর পরে ফুল স্টপ হবে না।  দ্বিতীয় L-এর পরে ফুলস্টপ হবে।

অনেকেই আবার ইংরেজি পূর্ণরূপে বলেন 'Bachelor of Law'. এটিও সঠিক নয়। ইংরেজি ভাষায় শব্দটি অবশ্যই Laws হবে।

Law বললে ভুল হবে, কারণ Legum শব্দটি বহুবাচক শব্দ। তাই, সঠিক পূর্ণরূপ হলো 'Bachelor of Laws'.

একই বিষয় LL.M-এর ক্ষেত্রেও প্রযোজ্য। Legum Magister-এর সংক্ষিপ্ত রূপ LL.M, যার ইংরেজি হচ্ছে Master of Laws.

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন