২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার



হিলিতে বেড়েছে ডিমের কদর

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১১ আগস্ট, ২০২৪, ০৯:৩৮ এএম
হিলিতে বেড়েছে ডিমের কদর


দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। একসপ্তাহ আগে গেলো রোববার (৪ আগস্ট ) প্রতিহালি ডিম ৪৮ টাকা করে বিক্রি হয়েছে। আর রোববার (১১ আগস্ট) রোজ প্রতিহালিতে ২ থেকে টাকা বেড়ে ৫০ থেকে ৫২ টাকা হালিতে দরে বিক্রি হচ্ছে। 

ক্রেতারা বলছেন, একমাস আগে প্রতিহালি ডিমের দাম ছিল ৪৪ টাকা। এক সপ্তাহ আগে ছিল ৪৮ টাকা । এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা। তাদের দাবি ডিম ব্যবসায়ীরা দেশের পরিস্থিতির সুযোগ নিয়ে বেশি দাম ডিম বিক্রি করছেন। এদিকে বিক্রেতারা বরছেন, তারা রংপুর থেকে ডিম এনে হিলিতে বিক্রি করেন। বর্তমানে মোকামে ডিমের দাম বেশি তাই আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

রোববার সকালে কথা হয়, হিলি বাজারে ডিম কিনতে আসা মো. জুলফিকার আলীর সঙ্গে। তিনি বলেন, ‘গত রোববার প্রতিহালি ডিমের দাম ছিল ৪৮ টাকা হালি। আর আজ কিনতে হলো ৫০ টাকা হালি দরে। হালিতে ২ টাকা করে বেড়েছে।’ 

জুলফিকার আলীর আরও বলেন, ‘বাজারে তো তাও ৫০ টাকা হালি বিক্রি হচ্ছে। গ্রামের দোকানগুলোতে প্রতি পিস ডিম ১৪ টাকা করে বিক্রি করছেন দোকানীরা। অর্থাৎ ৫৬ টাকা হালি দরে বিক্রি করছেন তারা।’ তিনি ডিমের বাজার মনিটরিং করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। 

আরেক ক্রেতা মোছা. রোকেয়া বেগম বলেন, ‘আমি এক বারে ১ পাতা (৩০টি) করে ডিম কিনি। গত রোববার প্রতিপাতায় (৩০ টি)-তে ১৫ টাকা বেশি দিয়ে ১৭৫ টাকা পাতা কিনতে হলো।’

ডিম বিক্রেতা মো. সিদ্দিক হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা রংপুরের মোকাম থেকে পাইকারি ডিম নিয়ে এসে হিলিতে খুচরা বিক্রি করি। এখন মোকামেই ডিমের দাম বেড়েছে। এ সপ্তাহ আগে মোকামে ১ পাতা ডিমের দাম ছিল ৩৩০ থেকে ৩৪০ টাকা । আর আমরা বিক্রি করেছি ৩৬০ টাকা পাতা। বর্তমানের মোকামে কিনতেই ৩০টি পড়ছে ৩৫০ থেকে ৩৫৫ টাকা। এরমধ্যে আছে পরিবহন খরচ, লেবার খরচ, নিজের খরচ। আবার অনেক সময় ডিম ভেঙে যায়। তাই আমরা প্রতিহালি ডিম ৫০ টাকা । আর কেউ ৩০টি কিনলে  ৩৭০ থেকে ১৭৫ টাকা রাখছি।’




আরো পড়ুন