০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার



১৩ ম্যাচ অপরাজিত থেকে হারের স্বাদ পেলো শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৩৯ পিএম
১৩ ম্যাচ অপরাজিত থেকে হারের স্বাদ পেলো শ্রীলঙ্কা


চলমান এশিয়া কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই জমে যেত ফাইনালে ওঠার লড়াই। কিন্তু টিম ইন্ডিয়ার কাছে ৪১ রানে হেরেছে শ্রীলঙ্কা। এই হারে ওয়ানডেতে ১৩ ম্যাচ জয়ের ধারাবাহিকতার অবসান ঘটলো শ্রীলঙ্কার।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) কলম্বোতে লো স্কোরিং ম্যাচে ভারতের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতি শ্রীলঙ্কা। ভারতের দেওয়া ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। ২টি উইকেট নেন জসপ্রীত বুমরা। তৃতীয় ওভারে পাথুম নিশানকাকে ৬ রানে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। কুশল মেন্ডিসকেও ঝুলিবন্দী করেন এই পেসার। অষ্টম ওভারে দিমুথ করুনারত্নেকে সাজঘরের পথ দেখান মোহাম্মদ সিরাজ। ১৮ বল খেলে মাত্র ২ রান আসে তার ব্যাটে।

ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে উদ্ধারের চেষ্টা চালান সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কা। গড়ে তোলেন ৬২ বলে ৪৩ রানের জুটি। দু’জনকেই ফেরান কুলদীপ যাদব। প্রথমে সাদিরাকে ফিরিয়ে ৪৩ রানের এই জুটি ভাঙেন তিনি। আগের তিন ম্যাচে দুই ফিফটি হাঁকানো এই ব্যাটার ফেরেন ৩১ বলে ১৭ রান করে।

আরও পাঁচ রান যোগ হতেই ফেরেন আসালাঙ্কাও। ৩৫ বলে ২২ রান করে আসে তার ব্যাটে। ১৯.২ ওভারেই ৫ উইকেট হারায় লঙ্কানরা। দলের রান ১০০ ছোঁয়ার আগে দাসুন শানাকা ফেরেন ৯ রান করে। সেখান থেকেই দলকে টানেন ধনঞ্জয়া ডি সিলভা ও ওয়াল্লালাগে।

দুই জন মিলে ভাঙা স্বপ্ন আবারও জোড়া লাগাতে শুরু করেন, দলকে পাড় করান ১৫০ রানের গণ্ডি। দলের রান যখন ১৬২, তখন রবীন্দ্র জাদেজা ভাঙেন এই জুটি। ৬৩ রানের জুটি ভাঙে সিলভার বিদায়ে। দ্রুত ফেরেন থিকসানাও (২)। পরের ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে লঙ্কানদের পরাজয় নিশ্চিত করেন কুলদীপ। ১০ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। এই জয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেলা ভারতে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন