০২ জুন ২০২৪, রবিবার



প্রচারণা দিয়ে ফিরছেন অ্যাম্বার

বিনোদন ডেস্ক || ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৯ পিএম
প্রচারণা দিয়ে ফিরছেন অ্যাম্বার


হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তার আরেকটি পরিচয় তিনি হলিউড অভিনেতা জনি ডেপের সাবেক স্ত্রী। বেশ কিছুদিন মামলা-মোকদ্দমায় জর্জরিত হয়ে উঠেছিলেন তিনি। প্রচারের আলো থেকেও ছিলেন দূরে। বেচে দিতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার বাড়িটিও। মেয়েকে নিয়ে প্রচারের বৃত্তে থাকতে চাননি অভিনেত্রী। তাই একমাত্র মেয়েকে নিয়ে স্পেনে নিজের আবাস গড়েন। তখন থেকেই গুঞ্জন ওঠে, হলিউড ছেড়ে দিচ্ছেন অ্যাম্বার।

অবশেষে কিছুটা সামলে উঠে তিনি জানান, হলিউড ছাড়ার কোনো কারণ নেই। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় হয়েছেন এই অভিনেত্রী। 

অ্যাম্বার এখন ব্যস্ত তার নতুন সিনেমা ‘ইন দ্য ফায়ার’-এর প্রচারে। কনর অ্যালিন পরিচালিত থ্রিলারটি নির্মিত হয়েছে ১৮৯০ সালের গল্প নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির টিজার। 

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ম্যাকগভর্ন জাইনি ও অ্যাম্বার হার্ড। আরও অভিনয় করেছেন এডোয়ার্ডো নরিগা, সোফি অ্যাম্বার, লুকা কালভানি প্রমুখ। ‘ইন দ্য ফায়ার’-এর পাশাপাশি হার্ডকে দেখা যাবে ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ সিনেমায়। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাবে।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন