টস জিতে প্রথমে ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে ভারত। এরপরই শুরু হয় বেরসিক বৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর থেমে যাওয়ায় মাঠের কভারও সরানো হয়। আম্পায়াররাও মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মনে হয়েছিল আবারও খেলা মাঠে গড়াবে। কিন্তু আকস্মিকভাবে পাল্লেকেল্লেতে আরেক দফায় শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এর আগে সকাল থেকেই কালো মেঘে ঢাকা ছিল পাল্লেকেলের আকাশ। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উড়ে যায় সেই শঙ্কার মেঘ। ফলে নির্ধারিত সময়ে টস করতে মাঠে নামে বাবর আজম ও রোহিত শর্মা। সেখানে জয়লাভ করে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত।
এদিন ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করে দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। তবে ইনিংসের ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫ রান সংগ্রহ করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তবে বৃষ্টি থামার পরেই পাকিস্তানি পেসাররা সুবিধা আদায় করে নেন।
এদিকে, দলীয় ২৩৯ থেকে ২৪২ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারত। ইশানের মতো সেঞ্চুরি মিস করেন হার্দিক। ৯০ বলে ৮৭ রান করে সাজঘরে ফিরে যান এই ব্যাটার। এরপর দ্রুতই আরও ২ উইকেট হারালে ২৬৬ রানে অলআউট হয় ভারত।
বোলিংয়ে পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি সর্বোচ্চ ৪টি উইকেটে শিকার করেন। এছাড়া হারিস রউফ ও নাসিম শাহ নেন ৩টি করে উইকেট।
ঢাকা বিজনেস/এইচ