এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ দল। পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার প্লে’তে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ দারুণভাবে সামাল দিয়েছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব ও মুশফিক। অবশেষে, ভাঙল সাকিব-মুশফিকের জুটি। সাকিবের পর এবার প্যাভিলিয়নে ফিরেছেন মুশফিক।
তাওহীদ হৃদয়ের বিদায়ের পর উইকেটে আসেন মুশফিকুর রহিম। শুরু থেকেই সাকিবকে সঙ্গী করে দায়িত্বশীল ব্যাটিং করেন মুশফিক। শাদাবকে সুইপ করে চার মেরে দলীয় ১০০ রান পূর্ণ করে বাংলাদেশ। ব্যক্তিগত ৫৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। ফাহিম আশরাফের বলে আউট হন তিনি। সাকিব আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন মুশফিক। তবে ৬৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন মুশফিক। তাসকিনও শূন্য রানে আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৯২ রান।
ঢাকা বিজনেস/এমএ/