০৯ জুলাই ২০২৪, মঙ্গলবার



প্রকাশ্যে হাজার মাইলসের প্রথম মৌলিক গান

বিনোদন ডেস্ক || ০২ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম
প্রকাশ্যে হাজার মাইলসের প্রথম মৌলিক গান


২০১৫ সালে কলকাতায় তৈরি হয়েছিল ব্যান্ড হাজার মাইলস। সেই থেকে এখন পর্যন্ত ভারতের বিভিন্ন স্থানে কাভার সং দিয়েই স্টেজ শো করে আসছে তারা। কিন্তু এবার তারা নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে হাজির হয়েছে। নিজেদের ইউটিউব চ্যানেল হাজার মাইলস প্রকাশ করেছে গানটি।

প্রথম গানের শিরোনাম ‘চমকে উঠেই আমি দেখি’। গানটি লিখেছেন ব্যান্ডের সদস্য ব্যাক ভোকালিস্ট, গিটারিস্ট, গীতিকার সুব্রত ভট্টাচার্য্য। তিনিই গানটির সুর করেছেন। সংগীতায়োজন করেছেন সুমনা সামন্ত মুখার্জি। হাজার মাইলসের দলনেতা অরিন্দম বর্ধন বাপ্পা। তিনি ড্রামার। এই ব্যান্ডের ভোকালিস্ট সহকারী অধ্যাপক ড. অভিষেক মুখোপাধ্যায়। তিনি কলকাতার কালনা কলেজের সংগীতের শিক্ষক। তিনি এই ব্যান্ডের প্রধান ভোকালিস্ট। দলটিতে আরও আছেন কৌশিক বর্ধন (বেজ গিটারিস্ট), অভিজিৎ রায় চৌধুরী (কি-বোর্ডিস্ট), অপরেশ অপু (ভোকালিস্ট)।

নিজেদের ব্যান্ডের প্রথম গান প্রসঙ্গে ভোকালিস্ট ড. অভিষেক মুখোপাধ্যায় বলেন, ‘মাত্র কিছু দিন হলো গানটি প্রকাশিত হয়েছে। এরই মধ্যে আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। এখন বারবার মনে হচ্ছে যে আমাদের আরও আগে মৌলিক গান করা উচিত ছিল। কারণ শ্রোতা-দর্শকের কাছে আমাদের দলের একটা চাহিদা তৈরি হয়েছে। তারা আমাদের নিজস্ব গান শুনতে চায়। যদিও ইচ্ছে ছিল আরও আগেই গান প্রকাশের। কিন্তু করোনার কারণে আমরা পিছিয়ে যাই।’

তিনি বলেন, ‘আমরা আরও একটি গান ২০ সেপ্টেম্বর প্রকাশ করতে যাচ্ছি। গানের শিরোনাম ‘সেই খেলাঘর’। এর সংগীতায়োজন করেছে আমার স্ত্রী গায়িকা সুমনা সামন্ত মুখার্জি। সুমনাই আসলে আমাদের খুব সহযোগিতা করেছে। দুটো গানেই অনেক যত্ন নিয়ে কাজ করেছে সুমনা। তার প্রতি আমাদের ব্যান্ড কৃতজ্ঞ।’’

প্রথম গানটির মতো দ্বিতীয়টিরও ভিডিও পরিচালনা করবেন মৃণাল দেবনাথ ও ভাস্কর পাল।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন