২৮ জুন ২০২৪, শুক্রবার



২০ বছরেও পুনঃচালু হলো না যে বিদ্যালয়

তানভীর আহমেদ, তাহিরপুর (সুনামগঞ্জ) || ০৫ জানুয়ারী, ২০২৩, ০৫:৩১ পিএম
২০ বছরেও পুনঃচালু হলো না যে বিদ্যালয়


দীর্ঘ ২০ বছর ধরে বন্ধ রয়েছে সুনামগঞ্জের তাহিরপুরের ‘শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাঁও বালিয়াঘাটা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়’। স্থানীয় বাসিন্দা ও শিক্ষানুরাগীরা বলছেন, স্কুল ভবন থাকলেও শিক্ষক-শিক্ষার্থী-আসবাবপত্র নেই। ১৯৯২ সালে স্কুলটি প্রতিষ্ঠার ১৯৯৭ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ভবন তৈরি হয়। এরপর ২০০২ সালে বিদ্যালয়টি হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর কেটে গেছে দীর্ঘ ২০ বছর। কিন্তু স্কুলটি পুনঃচালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

শিক্ষানুরাগী-অভিভাবকরা বলছেন, বিদ্যালয় বন্ধ থাকায় বানিয়াগাঁও বালিয়াঘাটার শিশুদের পার্শ্ববর্তী তেলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করতে হয়। অনেকে পথের দূরত্বের কথা ভেবে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন। তারা বলছেন, এলাকার বিদ্যালয়টি পুনঃচালু হলে এলাকায় ঝরেপড়া শিক্ষার্থীদের হার কমে যাবে।

তেলীগাঁও গ্রামের বাসিন্দা ও তেলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিতাই চন্দ্র পাল বলেন, ‘২০০২ সালে বানিয়াগাঁও বালিয়াঘাটা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয় যায়। ওই সময়ে বিদ্যালয়ে ৩ জন শিক্ষক দিয়ে পাঠদান চলতো।’

তাহিরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি অজয় কুমার দে বলেন, ‘বিদ্যালয়টি চালু থাকলে ২০১৩ সালেই জাতীয়করণ হয়ে যেতো।’

তেলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুয়েব আহমদ বলেন, ‘সরকারি নিয়মানুযায়ী ৩০০ জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে  লেখাপড়া করতে পারে। বানিয়াগাঁও বালিয়াঘাটা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ থাকার কারণে তেলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রী রয়েছে ৪০০ জন।’

শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর গ্রামের বাসিন্দা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম সুবল বলেন, ‘তাহিরপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ভবন আছে। কিন্তু ছাত্রছাত্রী ও আসবাবপত্র নেই। এমন বিষয়টি ভাবতে আমাদের অবাক লাগছে।’

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, ‘বিষয়টি শুনেছি। বিদ্যালয়টি পুনঃচালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন