২৬ জুন ২০২৪, বুধবার



বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার সংবাদদাতা || ১৫ মার্চ, ২০২৩, ০৫:৩৩ পিএম
বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গ্রিন লাইন পরিবহণের ধাক্কায়  ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) সকাল ১০ টার দিকে চকরিয়া বরইতলী আমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজার এলাকার আবু মুছার ছেলে মো. ইসমাইল সিদ্দিকী (৩৫) ও বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের আলমনগর এলাকার বশির আলমের ছেলে মো. আরমান ওরফে শাকিল (২৪)।

ইমন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার বরইতলী আমতলী এলাকা মহাসড়কে কক্সবাজারগামী   গ্রিনলাইন পরিবহণের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 ঢাকা বিজনেস/তাফহীমুল/এনই/ 



আরো পড়ুন