২৬ জুন ২০২৪, বুধবার



হার দিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম
হার দিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের


শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে এশিয়া কাপের গ্রুপ পর্ব শুরু করেছিল বাংলাদেশ। আবার এই টুর্নামেন্টেই সুপার ফোরের লড়াই পাকিস্তানের কাছে দারুণভাবে হেরে শুরু করলো সাকিবের দল। আজ ৭ উইকেটে হারলো লাল-সবুজের প্রতিনিধিরা। তবে আফগানিস্তানের কাছে ৮৯ রানের জয়ে গ্রুপ পর্বের বাঁধা পেরিয়েছিল তারা।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে মাত্র ৩ উইকেটে  লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দেখে খেলতে থাকেন ফখর জামান ও ইমাম উল হক। তবে শরিফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ফখর। এর আগে ২০ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে বাবরকে ১৭ রানে বোল্ড করে কিছুটা উত্তেজনা বাড়ান তাসকিন আহমেদ। 

রিজওয়ান-ইমামের ৮৫ রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৭৮ রানে ইমাম যখন আউট হন জয় থেকে তখন হাতছোঁয়া দূরত্বে পাকিস্তান। ইনিংস শেষে রিজওয়ান ৬৩ ও সালমান ১২ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে তাসকিন, শরিফুল ও মিরাজ একটি করে উইকেট শিকার করেন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন