১৯ মে ২০২৪, রবিবার



বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে

ঢাকা বিজনেস ডেস্ক || ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম
বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে


বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোলায়মানে কুলিবালি। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

সোলায়মানে কুলিবালি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য সঠিক পথে রয়েছে, কারণ বাংলাদেশ করোনা মহামারি সত্ত্বেও এর অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখেছে।’

সভায় ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘বাংলাদেশকে জনমিতিক সুযোগ গ্রহণ করতে হলে ক্ষুদ্র উদ্যোগে বিনিয়োগ করা জরুরি। ক্ষুদ্র উদ্যোগের বিকাশে আর্থিক পরিষেবার পাশাপাশি অ-আর্থিক পরিষেবা যেমন সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রয়োজনীয়তা রয়েছে।’

ড. নমিতা হালদার বলেন,‘পিকেএসএফ পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আরএআইসিই প্রকল্পটি পিছিয়ে পড়া মানুষের, বিশেষ করে তরুণদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করছে।’ 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন