০২ জুন ২০২৪, রবিবার



ইমরান খানের রায়ের বিরুদ্ধে পিটিআইয়ের আপিল

আন্তর্জাতিক ডেস্ক || ০৮ আগস্ট, ২০২৩, ০৫:০৮ পিএম
ইমরান খানের রায়ের বিরুদ্ধে পিটিআইয়ের আপিল


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা মামলায় দেওয়া রায়ের বিপক্ষে আপিল করেছে তার দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। সোমবার (৭ আগস্ট) দলটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই আপিল করা হয়েছে।পিটিআই বলছে, ইমরান খান ন্যায়বিচার পাননি। এই মামলায় আবারও শুনানি হোক। 

পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর গত শনিবার ইমরানকে লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ইসলামাবাদের কাছে অ্যাটক জেলার একটি কারাগারে রাখা হয়েছে। 

এদিকে এই আপিলের আগে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পান তার আইনজীবীরা। তার আইনজীবী নাঈম পানঝুতা এই তথ্য নিশ্চিত করেন।

এদিকে ইমরান খানের কারাগার পরিবর্তনে আবেদন করেছে পিটিআই। তাকে অ্যাটক কারাগার থেকে আদিয়াল কারাগারে নেওয়া হোক। একই সঙ্গে তাকে বিশেষ সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

ইমরানের কারাগার পরিবর্তনের আবেদনে বলা হয়েছে, তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। সমৃদ্ধ পরিবার থেকে উঠে আসা ইমরান সামাজিক ও রাজনৈতিক কারণে উন্নত জীবনযাপনে অভ্যস্ত। এসব বিবেচনায় নিয়ে তাকে আদিয়াল কারাগারে স্থানান্তর করা হোক।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন