প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শামসুন্নাহার জুনিয়রের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফের বয়সভিত্তিক পর্যায়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
এতে ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতল লাল সবুজের বাংলাদেশ। সেপ্টেম্বরে সাবিনা খাতুনের বাংলাদেশ জাতীয় নারী দল নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের পরাজিত করে শিরোপা জিতেছিল।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নেপালের গোলরক্ষক কবিতা ডি-বক্সের মাথায় এসে স্বাগতিকদের আক্রমণ ঠেকাতে গেলে এলে বল পেয়ে যান আকলিমা খাতুন। তবে ফাঁকা পোস্ট পেয়েও ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। এরপর ৪২ মিনিটে শাহেদার ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোলকিপার কিছু বুঝে ওঠার আগেই জালের ঠিকানা খুঁজে নেয়। এরপর যেন বাংলাদেশ আরও উজ্জীবিত ফুটবল খেলতে থাকে। তাই প্রথমার্ধের নির্ধারিত ৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক শামসুন্নাহার। ফলে ২-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে নেমে ৮২তম মিনিটে ডান পাশ ধরে বল নিয়ে ডি-বক্সে প্রবেশ করেন শাহেদা। শট নেন তিনি। তবে দুর্বল শট নেপালের গোলকিপার সহজেই তালুবন্ধি করেন। ৮৭ মিনিটে তৃতীয় গোল পায় বাংলাদেশ। রিপার ফ্রিকিক থেকে গোল করেন উন্নতি খাতুন। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে বাংলাদেশের মেয়েরা।
প্রসঙ্গত, বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের যুব নারী আসরে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এর মধ্যে একবার অনূর্ধ্ব-১৮ ও পরে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে। কিন্তু ঘরের মাটিতে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে নেপালের কাছে হেরে গিয়েছিল বাংলার মেয়েরা। এবার নিজ দেশেই ওই টুর্নামেন্টে হারের মধুর প্রতিশোধ নিলো কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ঢাকা বিজনেস/এম