২৬ জুন ২০২৪, বুধবার



প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-ইংল্যান্ডের একাদশে যারা

ক্রীড়া ডেস্ক || ০১ মার্চ, ২০২৩, ০৫:৩৩ পিএম
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-ইংল্যান্ডের একাদশে যারা


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বুধবার (১ মার্চ) ওয়ানডের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগাররা। 

ইংল্যান্ডের বিপক্ষে এখনো সিরিজ জেতা হয়ে ওঠেনি বাংলাদেশের। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে এই একটা দেশের বিপক্ষেই সিরিজ জয় বাকি টাইগারদের। এবারের সফরেই সেই আক্ষেপ ঘুচিয়ে ফেলতে চায় বাংলাদেশ। যেখানে মূল অস্ত্র হচ্ছে দলের স্পিনাররা।

দীর্ঘ অনুপস্থিতির পর বাংলাদেশ দলে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। গত আগস্টে খেলার পর ইনজুরির কারণে আর দলে থাকতে পারেননি তিনি। 

এদিকে মিরপুরের স্লো উইকেটে কতজন পেসার আর স্পিনার হিসেবে কাকে কাকে খেলাবে বাংলাদেশ, তা ছিল আগ্রহের বিষয়।

শেষ পর্যন্ত দেখা যাচ্ছে দুই পেসার তাসকিন এবং মোস্তাফিজের ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ওপেনার তামিমের সঙ্গে লিটন দাস। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান চার নম্বরে। মুশফিক ৫, মাহমুদউল্লাহ রিয়াদ ৬ নম্বরে। আফিফ হোসেন ধ্রুব ৭ নম্বরে এবং ৮ নম্বরে ব্যাট করবেন মেহেদী হাসান মিরাজ।

অধিনায়ক তামিমের হাতে অপশন হিসেবে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন ধ্রুব। উইকেটে যদি বল ঘুরে এবং স্পিন কার্যকর হয়, তাহলে এই দুই বোলারকেও ব্যবহার করতে পারবেন তামিম ইকবাল।

প্রসঙ্গত, বাংলাদেশ-ইংল্যান্ড গুরুত্বপূর্ণ সিরিজে অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড।


প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে যুক্ত আছে ভিসতা। গত অক্টোবরে বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানের তিন জাতি ক্রিকেটে বড় আকারে মাঠে লক্ষ্য করা গেছে ভিসতার উপস্থিতি। এবার আবারও তারা এলো অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে। ভবিষ্যতে আরও বড় আকারে ক্রিকেটের সঙ্গে যুক্ত হবে ভিসতা। 


বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আরচার, মার্ক উড।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন