০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



টাঙ্গাইলের পাহাড়ি এলাকা থেকে ২ জনের লাশ উদ্ধার

টাঙ্গাইল করেসপন্ডেন্ট || ২০ জুলাই, ২০২৩, ০৩:৩৭ এএম
টাঙ্গাইলের পাহাড়ি এলাকা থেকে ২ জনের লাশ উদ্ধার


টাঙ্গাইলের সখীপুরের পাহাড়ি এলাকা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে নিহতদের লাশ উদ্ধার করা হয়। 

এর আগে বুধবার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় এই ২ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

নিহতরা হলেন- উপজেলার বাংলা বাজার বড় চওনা এলাকার আবুল হোসেনের ছেলে মো. শাহজালাল (৩৫) ও ননু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৮)।

স্থানীয়রা জানান, শাহজালাল হামিদপুর চৌরাস্তা বাজারে বিকাশ ও কসমেটিক্সের ব্যবসা করতেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে চাচা মজনু মিয়াকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন শাহজালাল। পথিমধ্যে বাড়ির কাছাকাছি নির্জন স্থানে পৌঁছালে দুর্বুত্তরা তাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা লাশ দেখতে পান। লাশ দুটির পাশে তাদের মোটরসাইকেলটিও পড়েছিল। 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ছামাদ মিয়া। তিনি বলেন, ‘সকালে তাদের লাশ দেখেন স্থানীয়রা। লাশগুলোর মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। তাদের কোনো শত্রু নাই। ধারণা করা হচ্ছে, কোনো মাদকসেবীরা টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ, শাহজালাল মনোহারি দোকানের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসাও করেন।’

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘লাশ দুটি উদ্ধার করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নোমান/এইচ



আরো পড়ুন